নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের চক মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আরমান হোসাইন ফরহাদ, নাগরিক পার্টির প্রতিনিধি আলমগীর হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির সদস্য, আব্দুল আহাদ, হানিফ মোহাম্মদ, মোবারক হোসাইন, আবুল হাসান সোহেলসহ আরও অনেকে।