চবি প্রতিনিধি : অধ্যাপক জামাল নজরুল ইসলাম শুধু চট্টগ্রামের নয়, তিনি পুরো বিশ্বের গর্ব বলেছেন অন্তর্বর্তী সরকারের বন,জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘ চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবনা মেলা ২০২৫ ‘ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘ অধ্যাপক জামাল নজরুল ইসলাম বিশ্বখ্যাত গবেষক ছিলেন। তিনি মরেও অমর হয়ে আছেন। তাঁর গবেষণা কর্মের জন্য পুরো বিশ্ব এখনও তাকে স্মরণ করে। আমাদের ও এমনকিছু করতে হবে, যেন মৃত্যুর পর আমরা যুগযুগ ধরে বেঁচে থাকতে পারি।’
নানা রকম গবেষণার বিষয়ে তিনি বলেন, ‘ গবেষণা হবে মানুষের কল্যাণের জন্য । এটি বিজ্ঞানভিত্তিক যেমন হবে, একইসাথে সামাজিক বিভিন্ন বিষয়েও হবে। গবেষক মানেই শিক্ষক নয়, এদেশে কৃষকরাও গবেষণা করে। তারা বিভিন্ন প্রজাতির ভ্যারাইটি তারা বের করে। এছাড়াও গবেষণা খাতকে উন্নত করার জন্য জাতীয় বাজেটের কতটুকু গবেষণাখাতে যায়, কতটুকু যাওয়া উচিত তা নিয়ে আপনারা আওয়াজ তুলতে পারেন। ‘
এ সময় সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আল-আমিন, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন ও জামাল নজরুল ইসলাম গবেষণা পরিচালনা কেন্দ্রের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।