তারিক মোহাম্মদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট বিভাগ। এরই প্রতিবাদে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ডাক দেন।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা ইটভাটা মালিক-শ্রমিক সমিতি বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান লেখা ব্যানার নিয়ে প্রথমে ঝিকরগাছা বি.এম হাইস্কুলের মাঠে জড়োহয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহকারে উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ করে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ঝিকরগাছা উপজেলার ১৮টি ইটভাটার মালিক-শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইট প্রস্তুত কারী মালিক সমিতির সভাপতি, বিশ্বাস ব্রিকসের প্রোপ্রাইটর মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও স্টার ব্রিকসের প্রোপ্রাইটর মো. আব্দুস সালাম।
এসময় জয়েন্ট ব্রিকস, নিউ শাপলা ব্রিকস, সুপিয়া ব্রিকস, তাহের ব্রিকস, রানী ব্রিকস, কিং ব্রিকস, মজনু ব্রিকস, আর.কে ব্রিকস, নাভার ব্রিকস, সেলিম ব্রিকস, এফ.কে ব্রিকস, নিউ টাটা ব্রিকস, হিরা ব্রিকস, গোল্ড ব্রিক্সের মালিক ও সহস্রাধিক শ্রমিক অংশ গ্রহণ করেন।