তারিক মোহাম্মদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠানের ৩দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টায় শিমুলিয়া কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শিমুলিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, শিমুলিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান, থানার এস আই মোশারেফ হোসেন, শিমুলিয়া মিশনের পালক পুরোহিত রেভা ফাদার দানিয়েল মন্ডল, মোকামতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও, শিমুলিয়া আদর্শ শিশু একাডেমির পরিচালক আব্দুল আলিম, খাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দাস, ধানপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার ঘোষ, দৌসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাল্লা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুর হোসেন, ইউসুফ মেমোরিয়াল মডেল একাডেমি প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, মাটিকোমরা-আন্দোলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা খাতুন, সেন্টলুইস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ জুলিয়ানা পালমাসহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।