ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঝিনাইগাতীতে দুইজনকে কারাদণ্ড ও ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

ঝিনাইগাতীতে দুইজনকে কারাদণ্ড ও ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ফুলহাড়ি গ্রামের আনসার আলীর ছেলে মনির হোসেন (২৫) ও ধানশাইল গ্রামের সোহরাব আলীর ছেলে লাল চাঁন (৩৫)।

এর আগে ভোরে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্যালো ইঞ্জিনচালিত ৯টি ড্রেজার মেশিন ও এ সময় বিপুল পরিমাণ পাইপ নষ্ট করে দেওয়া হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী মহারশি নদীর শালচূড়া এলাকায় বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মিনি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করে প্রশাসন। তবে খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে সকালে ঝিনাইগাতী বাজার এলাকায় বালু পরিবহনের সময় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি গাড়ির দুইজন চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলির চালক মনির হোসেনকে ২০ দিন এবং লাল চাঁনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তাদের কারাদণ্ড সপ্রদান করা হয়েছে এবং বালু উত্তোলন বন্ধে এসব ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular