ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedঝিনাইগাতীতে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঝিনাইগাতীতে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে এক যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম মো. দুলাল মণ্ডল। এ ঘটনায় গত রবিবার (৮ ডিসেম্বর) ভুক্তভোগী গৃহবধূ ওই নেতার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দুলাল উপজেলার কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি ও গান্ধীগাঁও গ্রামের মৃত মুন্নাফ আলীর ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গত ২ ডিসেম্বর সোমবার সকালে অভিযুক্ত ওই নেতা ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে যান। ওইসময় বাড়িতে গৃহবধূর পরিবারের অন্য সদস্যরা না থাকায় কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দুলাল মণ্ডল ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর ধস্তাধস্তি ও চিৎকার দেওয়ায় তিনি পালিয়ে যায়। এ বিষয়ে কাউকে বিষয়টি জানানো হলে ওই পরিবারকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনাটি গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে তাদের পরামর্শে ওই গৃহবধূ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তবে কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দুলাল মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তদন্ত করে প্রশাসন সত্য উদঘাটন করবে বলে আমি আশাবাদী।

থানার ওসি (তদন্ত) রবিউল আজম সাংবাদিকদের বলেন, ওই গৃহবধূ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular