ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝিনাইগাতীতে স্মার্ট কার্ড পাচ্ছে ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক

ঝিনাইগাতীতে স্মার্ট কার্ড পাচ্ছে ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক

শেরপুর প্রতিনিধি : শেরপুরেরে ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড পাচ্ছে ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক। আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে নির্ধারিত স্থানে ও ওয়ার্ডের নাগরিকদের স্মাট কার্ড বিতরণ করবে উপজেলা নির্বাচন অফিস। যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারাই পর্যায়ক্রমে এই ‘স্মার্ট’ পরিচয়পত্র পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক জানান, স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান নির্ধারিত সময়ে মাইকিং, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক এবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড পাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular