ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়টিআরসি, কনস্টেবল নিয়োগে দালালমুক্ত স্বচ্ছতার আশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

টিআরসি, কনস্টেবল নিয়োগে দালালমুক্ত স্বচ্ছতার আশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিষয়ে ৫ এপ্রিল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আজ  রবিবার থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবারের নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে সঠিকভাবে যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

পুলিশ সুপার বলেন, “আমি সকল প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ জানাই, কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। এই নিয়োগে কোনো ধরনের অর্থ লেনদেন বা সুপারিশের স্থান নেই। শুধুমাত্র প্রার্থীর যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— মোঃ ইকবাল হোসাইন, (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোহাম্মদ মহিদুল ইসলাম, ডিআইও-১, (ডিএসবি)মোহাম্মদ মোজাফফর হোসেন, অফিসার ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, উত্তম কুমার শর্মা, ইনচার্জ, পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular