বিশেষ সংবাদদাতা: গণতন্ত্র, আইনের শাসন ও বৈষম্যহীণ সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্য হতে হবে । ঐক্যবদ্ধ শক্তিই পারে অপশক্তি ও দুঃশ্বাসন কে পরাজিত করতে । জনগন ও ছাত্র সমাজের উপর আস্তা রাখতে হবে। জাতীয় প্রেসক্লাবে গণফোরামের উদ্যেগে সংবিধান প্রনেতা ও বিশিষ্ট আইনজীবি, ডঃ কামাল হোসেনের ৮৮ তম জন্মদিনের উৎসবে তিনি উপরে উল্লেখিত বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গণফোরামের সভপাতিমন্ডলির সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ড, মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, গণফোরামের জগলুল হায়দার্ আফ্রিক, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রওশন ইয়াজদানী।
ডঃ কামাল বলেন, এদেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষ জীবন দিয়ে সৈরাচার মুক্ত করেছে, তার ফলো বাংলাদেশের কোন ক্ষতি হয়নি, আমরা এবং বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হয়েছে, বিশ্বের দরবারে আমাদের সুনাম বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্র, আইনের শাসনকে যারা ক্ষতিগ্রস্থ করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে, যাতে করে দেশকে নতুন ভাবে ক্ষতিগ্রস্থ করতে না পারে ।
জনাব শরিফ নুরুল আম্বিয়া বলেন, দেশ এক সংকট কাল অতিক্রম করছে, সংকট উত্তরায়নের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে । ৭১ এর পরাজিত সাম্প্রদায়িক শক্তি আবার গাঠছারা বাধার চেষ্টা করছে, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির সামনে কোন অপশক্তি দাড়াতে পারবে না, গণফোরামকে এ লাড়াই সংগ্রামে আরো এগিয়ে আসতে হবে ।
আলোচনা সভা শেষে ডঃ কামাল হোসেনের সম্মানে কেক কেটে আগত অতিথিদের আপ্র্যয়ন করা হয় । অনুষ্ঠানের শুরুতে ডঃ কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে বিশেষ সংগীত পরিবেশন করা হয় । বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।