ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকতিন বছরে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব

তিন বছরে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব

নিউজ ডেস্ক: ২০২১ সালে গ্রিন ইনিশিয়েটিভ চালু করার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব। দেশটির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টফিকেশন এই ঘোষণা দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার আরব নিউজ জানিয়েছে, কিছু বেসরকারি এবং অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বৃক্ষ রোপণের ওই উদ্যোগটি নিয়েছিল সৌদি সরকার। এর মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই দেশটির ১ লাখ ১১ হাজার হেক্টর ক্ষয়প্রাপ্ত জমি পুনর্বাসন করা হয়েছে এবং এই পুনরুদ্ধার কার্যক্রম দেশটির ৪৩ লাখ হেক্টর ভূমিকে রক্ষা করছে।

সৌদি সরকারের গাছ লাগানোর উদ্যোগে সহায়ক হয়েছে প্রকৃতিও। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রাকৃতিকভাবেই নতুন গাছপালা গজিয়ে উঠছে দেশটির বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে গাছপালা গজানোর ৭১ লাখ ঘটনা রেকর্ড করা হয়েছে। এভাবে দেশটিতে সবুজ আচ্ছাদিত ভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হচ্ছে।

এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার বনায়ন প্রচেষ্টায় অবদান রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।

সৌদি আরবের প্রেস এজেন্সির মতে, গাছ লাগানোর এই উদ্যোগটি একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতেও সহযোগিতা করবে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার গাছপালা রক্ষা ও পুনর্বাসন, অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে লড়াইসহ টেকসইভাবে তৃণভূমি, বন-জঙ্গল এবং জাতীয় উদ্যান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ এবং শীতল দেশ উপহার দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular