ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষতুহিনকে মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

তুহিনকে মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নীলফামারী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মুক্তি না দিলে নীলফামারী অচলসহ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

মঙ্গলবার (৬ মে) দুপুরে কারাবন্দি তুহিনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন নেতারা।

নীলফামারী জেলা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জেলার ছয় উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ডিসির মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে তুহিনের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জেলা বিএনপির সভাপতি আ.খ.ম. আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীসহ ছয় উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামা লীগ সরকারের সময়ে দুদকের হয়রানিমূলক মামলায় কারাবন্দি শাহরিন ইসলাম তুহিন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠান। অতিদ্রুত তাকে মুক্তি না দিলে নীলফামারী অচল করাসহ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।

২০০৭ সালের কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুটি মামলায় তুহিনকে একটিতে তিন বছর ও অন্যটিতে পাঁচ বছর এবং ২০০৮ সালে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।  গত ২৯ এপ্রিল কারাগারে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা নামন্জুর করে আদালত কারাগারে পাঠান তুহিনকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular