বিনোদন ডেস্ক : পুরো বছর বলিউড দাঁপিয়ে বেড়াতে দেখা গেছে দক্ষিণী সিনেমাকে।বলিউড সিনেমা মানেই শাহরুখ, সালমান আর আমির খানের ব্লক বাস্টার হিট সিনেমা। চলতি বছর এ খানেরই কোনো সিনেমা মুক্তি পায়নি বলিউডে।
শাহরুখের মতো ততটা বাজিমাত করতে না পারলেও টাইগার সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার-থ্রি’ নিয়ে আলোচনায় ছিলেন সালমান।
২০২৩ সালে জাওয়ান,পাঠান, ডাঙ্কি’র মত দুর্দান্ত সব সিনেমা দিয়ে মাতিয়েছিলেন শাহরুখ খান।