ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে ইবতেদায়ি মাদ্রাসা : জিএম কাদের

দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে ইবতেদায়ি মাদ্রাসা : জিএম কাদের

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয় না। উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের যৌক্তিতা তুলে ধরে ২০২০ সালের ১৯ নভেম্বর ও ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তৃতা করেছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এক বিবৃতিতে সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিওভুক্ত হয়ে শতভাগ বেতন-ভাগ পাচ্ছে। কিন্তু, দুঃখজনক হলেও সত্য অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।’

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভের সঙ্গে বলেন, ‘যৌক্তিক দাবিতে দারিদ্র্যপীড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে, তাদের ওপর নির্যাতন চালানো হয়।’

‘দ্রারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে এই সব মাদ্রাসা টিকে আছে। আর মানবেতর জীবনযাপন করলেও দায়িত্ব পালনে অনীহা নেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular