ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানতুন এক রেকর্ড গড়েছে টাইগ্রেসরা

নতুন এক রেকর্ড গড়েছে টাইগ্রেসরা

নিউজ ডেস্ক: পাকিস্তানে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে প্রতি ম্যাচেই একের পর এক রেকর্ড গড়েই চলছে টাইগ্রেসরা। বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে নতুন এক রেকর্ড গড়েছে বাংলার মেয়েরা।

বাছাইপর্বের টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের বেশ কাছাকাছি এখন বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবীয়দের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৬২ রানের জুটি গড়েছিল বাংলাদেশ। এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।

পিংকি ও সুপ্তার জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সুপ্তা করেন সর্বোচ্চ ৭৯ বলে ৬৭ রান। এছাড়া পিংকি করেন ৭৮ বলে ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলিয়াহ অ্যালেন নেন ৪টি উইকেট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular