ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নতুন কর্মসূচিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

নতুন কর্মসূচিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:   আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী রবিবার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবেন তারা।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে না পেরে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

এর আগে দুপুর ১২টার দিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে দুপুর ১টার দিকে পাঁচজনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়। তবে উপদেষ্টা না থাকায় দেখা করার সুযোগ পাননি তারা।

আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক এএসআই সাইফুল ইসলাম আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেউ ঢাকা ত্যাগ করবেন না।

আমরা আগামী রবিবার আবার সচিবালয় যাব। ওই দিন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের চাকরি পুনর্বহালের এই বৈধ দাবির বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করব।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular