নিজস্ব প্রতিবেদক : নিউ টাউন সোসাইটির প্রতিনিধি পরিষদ নির্বাচন-২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০১ মার্চ ডেমরা হাজী বাদশা মিয়া রোডে নিউ টাউন আবাসিক এলাকা এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার সংখ্যা ২৪০০ জন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৪০০ জন। ২০টি এলাকায় ২০টি প্যানেলে তিন শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্ধারণের জন্য নয়, এটি সোসাইটির সদস্যদের এক মিলনমেলা। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।
ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকে বলেন, তারা চান নির্বাচিত প্রতিনিধিরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন, আবাসন ব্যবস্থার উন্নতি করবেন এবং সোসাইটির সদস্যদের সুখ-দুঃখের সঙ্গী হবেন।