ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনির্বাচন পিছিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা: মীর নেওয়াজ আলী

নির্বাচন পিছিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা: মীর নেওয়াজ আলী

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার লালবাগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে বিএনপি নেতা মীর নেওয়াজ আলী সরকারকে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ করেছেন। গতরাতে লালবাগের সুবন্ধন সামাজিক সংগঠনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে। বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে সরকারি অর্থে নিজেদের দল গোছানোর কাজে ব্যস্ত। দেশের প্রকৃত অবস্থা জানতে পত্রিকা খুললেই বোঝা যায়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই জনগণের দুঃখ-কষ্ট অনুভব করা যায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, বিএনপি নেতা মজিবুর রহমান মজু ও স্থানীয় নেতাকর্মীরা। সুবন্ধন সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রায় আড়াইশত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে মীর নেওয়াজ আলী বলেন, “আমরা সামনের দিনগুলোতে আরও বেশি উপহার নিয়ে আসব। আপনাদের দুঃখ-কষ্ট দূর করতে সবসময় পাশে থাকব, ইনশাল্লাহ।”

এ সময় ঈদ উপহার পাওয়া অনেকেই মীর নেওয়াজ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি যদি আগামী দিনে এমপি হন, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমরা তার জন্য দোয়া করি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular