ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিক্রান্ত হলেও এ সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপন করে নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না।

রবিবার বিকাল ৫টায় রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউজ হোটেলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।প্রকাশ্যে দিবালকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরণের পরিস্থিতি থেকে উত্তোরণ কোন ক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular