ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীতে ডিপ্লোমা চিকিৎসকদের চার দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

নীলফামারীতে ডিপ্লোমা চিকিৎসকদের চার দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি : অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদের সৃষ্টি করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রনায়ণ করতে হবে, উচ্চশিক্ষার অধিকার প্রদানসহ চার দফা দাবিতে নীলফামারীতে যৌথ আয়োজনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েন ও সাধারণ ম্যাট্স শিক্ষার্থী ঐক্য পরিষদ।

সোমবার (৩ মার্চ) বিকালে নীলফামারী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আব্দুর মজিদ।

এসময় উপস্থিত ছিলেন, বিডিএমএ এর সভাপতি ডা, সৈয়দ মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সোবহান প্রমুখ। এ ছাড়াও, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশনের সভাপতি ডা. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ডা. আশরাফুজ্জামান আশিক, ম্যাটস্ শিক্ষার্থী মো. আল আমিন ও মো. বুলু ইসলাম।

এ সময় বক্তারা বলেন, ‘ডিপ্লোমা চিকিৎসকদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এদিকে, মহামান্য হাইকোর্টে চলমান একটি মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেসলনে ডা.মো. আব্দুস সোবহান বলেন, ‘আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে তৃণমুলে (জনগোষ্ঠীর) চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেয়ার জন্য আমরা অন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানাই। অন্যথায় আমাদের দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য করবেন না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular