ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে জরিমানা আদায়

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে জরিমানা আদায়

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচটি যানবাহনের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে (৩০এপ্রিল) বাইপাস মোড়ে এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন নীলফামারী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে ৫টি যানবাহনে ব্যবহৃত ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে এই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য যানবাহনের চালকদের সতর্ক করাসহ লিফলেট বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular