পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে জেলার বোদা ও আটোয়ারী উপজেলায় রবিবার মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স এল আর বি ব্রিকস ও মেসার্স এম টি এম ব্রিকস নামক ০২(দুই) টি অবৈধ ইটভাটার আগুন সম্পুর্ণরুপে নিভিয়ে দেওয়া সহ এক্সক্যাভেটর দ্বারা আংশিক গুঁড়িয়ে দিয়ে ইটভাটা বন্ধ করা হয়। বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন ও পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বোদা ও আটোয়ারী থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চৌকস সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
এনিয়ে গত কয়েক দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলার ১১ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী জানান।