ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপ্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই

প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই

সুমন দত্ত: বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ৭ মার্চ শুক্রবার দুপুর ১২ টা বেজে ৪১ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃতের পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

পরিবার সূত্র থেকে জানা যায়। বিমান ভট্টাচার্য বার্ধক্যজনিত কারণে গত এক মাস যাবত অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরে তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পিকনিকে অংশগ্রহণ করেন। পিকনিকে খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন। এরপর হাসপাতাল থেকে টিকাটুলির হাটখোলার বাসায় নিয়ে গেলে সেখানে আজ দুপুরে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় দেহত্যাগ করেন।

বর্তমান প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরা বিমান ভট্টাচার্যকে পেয়েছে ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। দীর্ঘদিন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে আসছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরি ছেড়ে পরবর্তীতে সাংবাদিকতা বেছে নেন। সাংবাদিকতা করেছেন বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে।

ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের একাধিক সংগঠন।

বিমান ভট্টাচার্যের পিতা ছিলেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী রমণী ভট্টাচার্য। থাকতেন পুরান ঢাকার হৃষিকেশ দাস রোডের বাসায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular