ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশফাগুনের দুপুরে রাজধানীতে হঠাৎ বৃষ্টি

ফাগুনের দুপুরে রাজধানীতে হঠাৎ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:  আজ ৯ ফাল্গুন। তিলোত্তমা নগরীর রাজধানীর ঢাকায় সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। হঠাৎ করেই  ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ঠিক দুপুর পৌনে ২টায় যাত্রাবাড়ী, বাড্ডাসহ কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। এছাড়া বেলা ৩টার দিকে আগারগাঁও এলাকাতেও বৃষ্টি হয়েছে। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছে তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে জনমনে।

সরজমিনে দেখা যায়, এই বৃষ্টিতে সড়কে থাকা যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়তে। অপ্রস্তুত লোকজনকে বিভিন ছাউনিতে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে দেখা যায়। সেই সঙ্গে অনেককেই বৃষ্টিতে ভিজে বাসে উঠতে দেখা গেছে।

আবহাওয়াবিদ জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ ছাড়া নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায় বৃষ্টি হচ্ছে। এটি বেশিক্ষণ স্থায়ী হবে না।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।

এছাড়া সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী ৫ দিনে আবহাওয়া পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular