ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে ১৮ মার্চ, মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় শেষ বিকেলে উপজেলা মডেল মসজিদ অডিটরিরামে ইসলামী যুব আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি এইচ.এম আব্দুর রহমানের সভাপতিত্বে থানা যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিঞা।
বিশেষ অতিথি বিশেষ বক্তব্য রাখেন আলহাজ্ব মাওঃ মুহাঃ নূর বখত মিঞা, ডাঃ আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ.ন.ম আশিকুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রহমানসহ আরো অনেকে। এ সময় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক থানা যুব কমিটি ঘোষণা করা হয়। ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাঃ হাবিবুর রহমান।