ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনের প্রি-অর্ডার শুরু

নিউজ ডেস্ক:  দেশের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ প্লাস নিয়ে এসেছে স্যামসাং। ২৯ জানুয়ারি থেকে ফোন দুটির প্রি-অর্ডার নেয়া শুরু করছে স্যামসাং বাংলাদেশ। তবে আনছে না ফোনটি বেজ ভেরিয়েন্ট গ্যালাক্সি এস২৫।

মঙ্গলবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উদ্ভাবনী এআই ফিচার, নজরকাড়া ও রুচিশীল ডিজাইন, অত্যাধুনিক ইউজার ইন্টারফেস (ইউআই) ও দুর্দান্ত পারফর্ম্যান্সের উপযোগী করে তৈরি এই গ্যালাক্সির ভেরিয়েন্ট দুটি।

গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনটিতে রয়েছে ১২জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটির দাম ২ লাখ ৩৬ হাজার ৯৯৯ টাকা। এস২৫ আলট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটআপ। টাইটেনিয়াম ব্ল্যাক ও টাইটেনিয়াম সিলভার ব্লু- এই দুইটি ফিনিশে মিলবে ফোনটি। প্রি-অর্ডারে গ্রাহকরা পাবেন ১২ হাজার টাকা ক্যাশব্যাক। এছাড়াও রয়েছে ৩০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস। ১২ মাসের ইএমআই সুবিধাসহ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই ইএআই সুবিধা গ্রাহকরা নিতে পারবেন ৩৬ মাস পর্যন্ত।

গ্যালাক্সি এস২৫ প্লাসের ক্ষেত্রেও প্রি-অর্ডার সুবিধা দিচ্ছে স্যামসাং। নেভি ও সিলভার শ্যাডো- এই দুইটি ফিনিশে মিলবে ফোনটি। এস২৫ প্লাস ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১ লাখ ৮১ হাজার ৯৯৯ টাকায়। প্রি-বুকের ক্ষেত্রে মিলবে ১০ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং ২০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস। এছাড়াও সুদহীন ১২ মাসের ইএমআই সুবিধাসহ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে। তবে গ্রাহকরা প্রয়োজনে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্ট সুবিধা বাড়িয়ে নিতে পারবেন।

স্যামসাং ইলেকট্রনিক্স এমএক্স ডিভিশন বাংলাদেশ শাখার হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরেফীন বলেন, ‘আগামীর স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে নিজেদের এগিয়ে রাখতে চান, তাদের জন্য সেরা ডিভাইস হিসেবে স্যামসাংয়ের নতুন এই সিরিজটি। এই স্মার্টফোন আপনার কল্পনার সকল সীমানা ছাড়িয়ে যেতে। একই সঙ্গে অতীতের প্রযুক্তিগত বাধা এড়িয়ে সৃজনশীলতার পূর্ণ বিকাশের সেরা সঙ্গী হতে পারে ফোনটি।’

https://samsung.com/bd থেকে প্রি-অর্ডার করা যাবে ফোন দুটি। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রি-অর্ডার। সব ঠিক থাকলে, তার পরের সপ্তাহ থেকে শুরু হবে ডেলিভারি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular