ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবাড্ডায় চুরির  টাকাসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেফতার

বাড্ডায় চুরির  টাকাসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মাসুম কাজী (৪৫), ২। মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং ৩। মো. মাসুম মোল্লা (১৯)।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মোঃ মাসুদ কাজীকে গত ১৩ এপ্রিল ২০২৫ দুপুর ২:০০ ঘটিকার দিকে ডাচবাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা করার জন্য পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। শরীফ মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পান। এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় ১৪ এপ্রিল ২০২৫ খ্রি.  একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সাথে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। অত:পর মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুম কাজীর কাছ থেকে চুরি যাওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত টাকা চুরি করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular