ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামবাল্য বিবাহে ঝুঁকিতে থাকা শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ইউএসএস

বাল্য বিবাহে ঝুঁকিতে থাকা শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ইউএসএস

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  উপজেলার শিমুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নে বেকারত্ব এবং বাল্য বিবাহে ঝুঁকিতে থাকা যুব নারী ও শিশুদের দর্জি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উদয়াঙ্কুর সেবা (ইউএসএস) সংস্থা। এতে অংশ গ্রহণ করেন  ৩০ জন করে মোট ৬০ জন। এ প্রশিক্ষণের মধ্যদিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

সম্প্রতি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ পরিদর্শন করে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য সার্বিক সহযোগিতায় করবেন বলে প্রতিশ্রুতি দেন। ১৫ দিনের প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে ৬০ জন প্রশিক্ষণার্থীকে সংস্থার ৩ হাজার করে টাকা ও প্রশিক্ষকদের কিছু টাকা সহ শেলাই মেশিন ক্রয় করে বিতরণ করা হয়।

প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণ নেয়ার পর আমাদেরকে ইউএসএস ৩ হাজার করে টাকা দিয়েছে, আর কিছু টাকা যোগ করে সেলাই মেশিন কিনে বাড়িতে কাজ করছি। এখন আমরা লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সহযোগিতা করতে চাই।

শিমুলবাড়ী ইউনিয়নের প্রশিক্ষক নূরবানু বলেন, ঝড়ে পড়া তরণীদের দুই মাসের সেলাই প্রশিক্ষণ দিয়েছি। তারা প্রশিক্ষণ নিয়ে জামা, সালোয়ার, শার্ট, প্যান্ট তৈরি করতে পারবে।

ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বলেন, আমরা ঝরে পড়া গরীব অসহায়, বাল্যবিবাহের ঝুকিতে থাকা এ সমস্ত মেয়ে শিশুকে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করি। যাতে তারা উদ্যোক্তা হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারে। এতে তারা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সোহেলী পারভীন বলেন, আমার দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা ও সহযোগিতা প্রদান করব।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত কাজগুলোকে বেগবান করার লক্ষে যতটুকু পারি সহযোগিতা করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular