ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) বিকেল ৩টায় উপজেলার চারগাও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা অপর আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ২৫ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয়।

নিহত অপর দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এর আগে দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ বাধে। আশংঙ্কাজনক অবস্থায় ট্টাক চালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular