ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহবিজয়ের শুরুতে গৌরীপুরে জাতীয় পতাকা মিছিল

বিজয়ের শুরুতে গৌরীপুরে জাতীয় পতাকা মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ডিসেম্বর মহান বিজয়ের মাস। এ মাস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে পতাকা মিছিল, শোভা যাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে গৌরীপুর শুভসংঘের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু বলেন, ‘বসুন্ধরা গ্রুপের পরিচালনা ও সহযোগিতায় কালের কণ্ঠসহ প্রতিটি মিডিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাচ্ছে। এই সংবাদপত্রের পাঠক সংগঠন বসুন্ধরা শুভসংঘ বিজয়ের মাসের প্রথম দিন পতাকা মিছিল করে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছে।’

বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, ‘১৯৭১ সালের যে সকল বীরসেনাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছেমহান মুক্তিযুদ্ধের  চেতনা তুলে ধরতেই আজকে বিজয়ের মাসে আমাদের এই পতাকা মিছিল।’

শুভ সংঘের পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি শংকর ঘোষ। সঞ্চালনা করেন সাংবাদিক মো. হারুণ মিয়া। বক্তব্য দেন সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা ইয়াসমিন, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফ্লোরা সুলতানা, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক ফারহানা তানজিন স্মৃতি, শুভসংঘের কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রাকিব, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, বাঁধন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুষ রায় গণেশ।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular