নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিম্ন আয়ের পরিবারের স্নাতক এবং স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক একটি উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল রবিবার রাবির সাথে ব্যাংকটি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এ উপলক্ষে রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ ও যোগাযোগ বিভাগের প্রধান ইকরাম কবীরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংক অপরাজেয় তারা স্কলারশিপ’ নামে এই বৃত্তি প্রকল্পের আওতায় রাবিতে অধ্যয়নরত নিম্ন আয়ের পরিবারের ৩০০ ছাত্রীকে মাসে ৫ হাজার টাকা হারে সর্বোচ্চ দুই বছর বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির জন্য আবেদনকারী ছাত্রীদের উচ্চমাধ্যমিক বা সমপর্যায়ে জিপিএ ৫ থাকতে হবে এবং বৃত্তি চলাকালে তাদের পরীক্ষায় কমপক্ষে ৩ সিজিপিএ অর্জন করতে হবে।পরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এক ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন পরিকল্পনা এবং প্রস্তুতি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।