ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম পল্টন (৫০), তিনি হোসেনপুরের বাসিন্দা। একই ঘটনায় সিএনজির চার যাত্রী আহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকা গামী সিএনজি ও গফরগাঁও গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিএনজির চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুণ্ডু জানান, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular