গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার উক্ত সড়কের পূর্বধলা উপজেলাধীন শ্যামগঞ্জ ভবের বাজার সংলগ্ন কিসমত বারেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সেলিম (৫২)। সে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম এর পুত্র। তিনি নেত্রকোনা জেলা জজকোর্টে সমন জারিকারক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ভিকটিম মোটরসাইকেলযোগে নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় একই পথে আরেকটি মোটরসাইকেল তার সাথে চলছিল। হঠাৎ পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলে পড়ে থাকলেও অপর মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়। শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নান্নু খান বলেন, ‘ঘটনার পর শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।’ নিহতের মোবাইল থেকে যোগাযোগ করে তার ভায়রা ভাই মো. সোহেল মিয়াকে জানানো হয়। তিনিি জানান, নিহত সেলিম নেত্রকোনা জেলা জজকোর্টে কর্মরত ছিলেন।