ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব

ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : রাজধানী ঢাকার সন্নিকটে বিভাগীয় সদর ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের স্থাপনের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় তিনি বলেন ক্রিকেট স্টেডিয়াম স্থাপন হলে দেশি-বিদেশি আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা এই স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে। স্টেডিয়াম কে ঘিরে এখানে পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ করা হবে এবং ময়মনসিংহের চেহারাও পাল্টে যাবে। এই স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ করার জন্য বিগত সাত বছর ধরে চিরা মন্ত্রণালয়ের লোকজন যোগাযোগ করলেও তার সফল হয়নি।

স্টেডিয়াম স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের জন্য ময়মনসিংহ নগরীর সদর উপজেলার বাদে কল্পা মৌজায় বিশ একর জমি ক্ষতিগ্রহনের ব্যাপারে প্রস্তাব প্রস্তুত করছে ক্রীড়া মন্ত্রণালয়।

এ সময় জায়গা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের এর বাহিক পরিষদ নির্বাহী প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল লামিন,
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাহাব আকন্দ, বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

যুব ও ক্রীড়া সচিব বলেন দেশের যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজে দক্ষতা অর্জনের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টির জন্য রাজধানীর পাশে উন্নতমানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হচ্ছে।

সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন ময়মনসিংহে প্রস্তাবিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলে ঐতিহ্যবাহী ময়মনসিংহের ছেলে-মেয়েরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। সম্প্রতি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ শিরোপা অর্জনে জাতীয় মহিলা ফুটবল দলে ৮ জন নারী খেলোয়াড় ময়মনসিংহের কলসিন্দরের সন্তান।জাতীয় পর্যায়ে খেলাধুলায় ময়মনসিংহের অবদান অনস্বীকার্য। তাই এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে।

দেশে ক্রীড়া শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৬ বাংলাদেশ সরকার সাভারের জিরানিতে প্রতিষ্ঠা করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি। পরে এটির পাঁচটি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটে। বর্তমান সরকার রাজশাহী, কক্সবাজারের রামু ও ময়মনসিংহে আরও তিনটি আঞ্চলিক কেন্দ্র নির্মাণের কাজে অনেকদূর এগিয়ে গেছে।

নবগঠিত ময়মনসিংহ বিভাগের ওপর সরকারের বিশেষ দৃষ্টি থাকার কথা জানিয়ে ক্রীড়া সচিব বলেন,সরকার ময়মনসিংহকে খেলাধুলার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে চায়। শিগগিরই এখানে একটি ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular