ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহের আকুয়া খাল পরিচ্ছন্ন করতে ব্যাপক প্রস্তুতি

ময়মনসিংহের আকুয়া খাল পরিচ্ছন্ন করতে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বিভাগীয় শহর ময়মনসিংহের “আকুয়া খাল” ক্লিন-আপ কার্যক্রম শুরুর বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

আকুয়া খাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া একটি খাল। খালটি আজ প্রায়ই মৃত। উৎপত্তিস্থল থেকে বয়ে ময়মনসিংহ সদর এর বেগুনবাড়ি এলাকায় এসে খালটি বেগুনবাড়ি খাল নামে পরিচিতি লাভ করে। পরে ময়মনসিংহ আকুয়া এলাকায় এসে আকুয়া খাল নাম ধারণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ৮.২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ময়মনসিংহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বয়ে গেছে।যা বর্তমানে মৃত প্রায়, তবে এর যথাযথ পরিচর্যা ও সবার চেষ্টার মাধ্যমে আমরা আবার খালটি পুনরোজ্জীবিত করতে পারি।

এ সময় তিনি আরো বলেন, খালটি ক্লিন-আপ কার্যক্রম এমন একটি কাজ যার মাধ্যমে ময়মনসিংহের মানুষ এবং ময়মনসিংহের পরিবেশের জন্য সুফল বয়ে আনবে। তাই তিনি এই কার্যক্রম সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও সভায় জানানো হয় যে, “আকুয়া খাল” ক্লিন-আপ কার্যক্রমে খালটিকে মোট ১২টি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রায় ৩০০ জন শ্রমিক খালটি পরিষ্কার কাজে সম্পৃক্ত থাকবে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ও ছাত্র সমন্বয়ক সংগঠন থেকে প্রায় আরো ৩০০ স্বেচ্ছাসেবক এই ক্লিন-আপ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, অধিদপ্তরের পরিচালক নাজমুল হুদা, বিভাগীয় কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়নের উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র সমন্বয়কবৃন্দসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular