নিউজ ডেস্ক: ময়মনসিংহের মাসকান্দা বিসিক এলাকায় একটি কীটনাশক তৈরি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালের দিকে আকস্মিক এ আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের দল দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করায় বিসিকের অন্য কোনো কারখানায় আগুন ছড়িয়ে পড়েনি।
এদিকে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, কীটনাশক তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ জায়গাটি ‘কৃষি সেবা’ নামে একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ থাকলেও সেটি হেকিম বাংলাদেশ লি. নামে একটি কীটনাশক কোম্পানীকে ভাড়া দেয়া হয়েছে বলে জানা গেছে।