নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিল্লু (৫১)-কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (০৫ মে) সন্ধ্যায় বিশ্বস্ত সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মাহাদীনগরের একটি পরিচিত মাদক স্পটে অভিযান পরিচালনা করে। অভিযানে দিল্লুর বাসায় তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার বাসা থেকে ২৩ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা, ৬,৮৯৬ টাকা নগদ অর্থ, ৫টি স্মার্টফোন এবং ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত দিল্লুকে আইনি প্রক্রিয়ার জন্য কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সেনাবাহিনীর মাধ্যমে গ্রেপ্তার একজন আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।