নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মৃত নারীকে জীবিত দেখিয়ে আলুব্দী এলাকার ইষ্টার্ন হাউজিং এর দ্বিতীয় পর্ব প্রকল্পের এন ব্লকের ৩ নম্বর সড়কের ৯১ নম্বর প্লটের জাল দলিল তৈরি করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি হলে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেছেন প্লটটির বৈধ মালিক দাবিদার মোহাম্মদ বাইজিত হোসাইন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া মো. জাহাঙ্গীর হোসেন নূরজাহান বেগম নামের এক নারীর কাছ থেকে ২০১৮ সালে জমি ক্রয়ের দাবি করে ১৬ কাঠার প্লটটি দখলের চেষ্টা চালাচ্ছে এবং ওই তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জমির খতিয়ানে যে নূরজাহান বেগমের নাম আছে তিনি ২০০৫ সালে মৃত্যবরণ করেছেন এবং তিনি যতটুকু জমি পেতেন দলিল নং- ৫৪৬১ মূলে ১৯৯৮ সালে ইস্টার্ন হাউজিং এর নিকট বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে নূরজাহান বেগমের নামে ভুলক্রমে যে সিটি খতিয়ানে রেকর্ড বেশী হয়েছে, তা ইস্টার্ন হাউজিংয়ের ক্রয়কৃত। এজন্য কোম্পানীর পক্ষ থেকে প্রতিকার চেয়ে মিরপুর তুমি অফিসে দ্বারস্থ হয়েছে। উল্লেখ্য, মো. জাহাঙ্গীর হোসেন যে নূরজাহান বেগমের কাছ থেকে জমি কিনেছেন বলে দাবি করেছেন, তার জাতীয় পরিচয় পত্রের সঙ্গে প্রকৃত নূরজাহান বেগমের কোনো মিল নেই। সিআইডির রিপোর্টেও তা প্রমাণিত হয়েছে। তাছাড়া জাহাঙ্গীর হোসেন মিরপুর ভূমি ও অফিসের কানুনগো আব্দুল বাতেনকে ৩০ লাখ টাকা দিয়ে দলিল দাতার ভুল এন আইডি দিয়ে নামজারি করে নিয়েছেন বলে অভিযোগ করে এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মরণ আলী মোল্লা, আঃ আজিজ, মোঃ ইমান মোল্লা, মোঃ জোবায়ের, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।