ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedরাঙ্গামাটিতে একই সময়ে জুমার নামাজ আদায়ের আহ্বান

রাঙ্গামাটিতে একই সময়ে জুমার নামাজ আদায়ের আহ্বান

রাঙ্গামাটি জেলায় অবস্থিত মসজিদ গুলোতে একই সময় পবিত্র জুমআর নামাজ, দুপুর দেড়টায় আদায়ের জন্য সকল খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর।

সোমবার (১৪ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে ইফা’র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. পেয়ার আহমদ।

উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর বলেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিরা) সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে দুপুর দেড়টার সময়ে সকল মসজিদে পবিত্র জুমার নামাজ যাতে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় অবস্থিত সব মসজিদে দুপুর দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটিসহ সম্মানিত খতিব ও ইমামদের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কারাগার রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. আশহাদুল ইসলাম, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মডেল কেয়ারটেকার মো. আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular