ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদরাজধানীর খামারবাড়িতে বদলি ঘিরে অস্থিরতা, সড়ক অবরোধ

রাজধানীর খামারবাড়িতে বদলি ঘিরে অস্থিরতা, সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৬ মার্চ) রাজধানীর খামারবাড়িতে এ চিত্র দেখা যায়। এ সময় সংহতি জানিয়ে তাদের সঙ্গে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্যরা।

সরেজসিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছে। সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভণ্ডুল করে দেয়। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক ছাইফুল আলম বলেন, সরকারের নির্দেশনায় আমরা চলি। খামারবাড়িতে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের ছাড় দেওয়া হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular