ছয় দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে বিক্ষোভ করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে দাবি আদায়ের নানা স্লোগান দিচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, কেন্দ্রীয় ঘোষণা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে তারা। তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এর আগে ২১ এপ্রিল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে গত ৯ দিন ধরে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে আছে।
ঈদের আগে থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি পূরণে আন্দোলন করে আসছেন। ১৫ ও ১৬ এপ্রিল শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
২১ এপ্রিল শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।