ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজশাহীরাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, খুনিদের বিচারে লাশ নিয়ে শহীদ...

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, খুনিদের বিচারে লাশ নিয়ে শহীদ মিনারে মানববন্ধন

রাবি প্রতিনিধি : রাজশাহী তালাইমারি এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হয়েছেন এক বাবা। নিহত আকরাম হোসেন (৪৫) পেশায় একজন গাড়িচালক। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটের দিকে নগরীর তালাইমারি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ নিয়ে রাজশাহীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে স্বজন ও এলাকাবাসী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকরাম হোসেনের মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। বুধবার সকালে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তালাইমারির শহীদ মিনার এলাকায় একই এলাকার কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি সে বাসায় গিয়ে বাবাকে জানায়। পরে আকরাম হোসেন অভিযুক্ত বখাটে ‘নাট্টু’র পরিবারের কাছে গিয়ে এর প্রতিবাদ জানান।

এর জেরে রাতেই আকরামের ওপর হামলা চালায় নাট্টু ও তার সহযোগীরা। তারা দলবদ্ধভাবে আকরামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন সকালে এলাকাবাসী, স্বজন ও শিক্ষার্থীরা নিহতের লাশ নিয়ে শহীদ মিনার এলাকায় মানববন্ধন করেন। তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, “নিহতের ছেলে বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক, তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular