ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিরেকর্ড ছাড়িয়েছে চাঁদপুরের ইলিশের দাম

রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুরের ইলিশের দাম

নিউজ ডেস্ক : চাঁদপুরে নতুন রেকর্ড ছাড়িয়েছে ইলিশের দাম। আগামী দুই দিনের মধ্যে চাঁদপুরের নৌ সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যেখানে ইলিশ ধরা, মজুত এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই অবস্থায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে।

ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইলিশের দাম কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা বেড়ে গেছে, যা চাঁদপুরের ইতিহাসে প্রথমবারের মতো এমন হয়েছে ।

বর্তমানে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা। এছাড়া, ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম ২৭০০ থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৫০০-৬০০ টাকার পরিবর্তে এখন ১২-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের ভরা মৌসুমে, চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমেছে। এক সপ্তাহ আগে এখানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা ১০০ মণের কম হয়ে গেছে, ফলে দাম এক লাফে বেড়ে গেছে।

নিষেধাজ্ঞার আগে ইলিশের দাম শুনে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন, ফলে ইলিশের সরবরাহ নাটকীয়ভাবে কমেছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, “১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় দাম রেকর্ড হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular