ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরলক্ষ্মীপুরে ৮ মাসেই কোরআনে হাফেজ শিশু ওমর

লক্ষ্মীপুরে ৮ মাসেই কোরআনে হাফেজ শিশু ওমর

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে ৮ মাসে পবিত্র আল-কোরআন মুখস্থ করেন মোহাম্মদ ওমর ফারুক। ৮ বছর বয়সী এ শিশুর সাফল্যে মুগ্ধ শিক্ষক-অভিভাবক সবাই।

মোহাম্মদ ওমর ফারুক রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তিনি ওই এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিন রানার ছেলে।

মোহাম্মদ ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন বলেন, আমার মা চেয়েছিলেন ওমর যেন কোরআনে হাফেজ হন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ আমার ছেলেকে ভবিষ্যতে ভালো একজন আলেম হওয়ার তৌফিক দিন। এজন্য তার শিক্ষকসহ সকলের কাছে দোয়া চাই।

শিশু ওমর ফারুক বলেন, ‘আল্লাহ রহমত ছিল বলে চেষ্টা করে আমি সফল হয়েছি। সকলের কাছে দোয়া চাই যেন বড় হয়ে ভালো একজন আলেম হয়ে দ্বীনের প্রচারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।’

শিক্ষকরা জানান, ‘ওমর ফারুক একজন মেধাবী ছাত্র। তার শেখার আগ্রহ সবাইকে অনুপ্রাণিত করেছে। প্রথম দিকে তাকে ২-৩ পৃষ্ঠা সবক দেওয়া হতো। এরপর সে নিজেই ৫-১০ পৃষ্ঠা পর্যন্ত সবক নিয়েছে। সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন ওমর পড়া নিয়ে ব্যস্ত থাকত। তার পড়া দেখে সবাই মুগ্ধ হয়।’

পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ওমর ফারুককে কবুল করেছেন। খুব অল্প সময়ে হাফেজ হওয়া বিস্ময়কর। এটি তার জন্য সৌভাগ্যও। আমাদের মাদ্রাসার জন্য বিষয়টি গর্বের।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular