ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল : নৌ উপদেষ্টা

লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল : নৌ উপদেষ্টা

নিউজ ডেস্ক : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পনেরো রোজা থেকে অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে সব স্টেকহোল্ডারদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি নানা সিদ্ধান্তের কথা জানান। আগামী ১৫ রোজা থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

তিনি বলেছেন, ‘লঞ্চে নির্ধারিত ভাড়া টানিয়ে রাখতে হবে এবং নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। লঞ্চে কোনভাবেই অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় ও সিরিয়াল মেনে চলতে হবে।’

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘নৌপথে রাতের বেলা স্পিড বোট ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ফেরিতে যাত্রীসহ বাস ওঠানামা করতে পারবে না। যাত্রী নামিয়ে বাস ওঠানামা করতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘ঈদুল ফিতর সামনে রেখে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখতে হবে। পথে কিংবা কোনো স্টেশনে পাশাপাশি তিনটি বাস দাঁড়িয়ে একসঙ্গে যাত্রী ওঠানামা করা যাবে না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular