নিউজ ডেস্ক : লিটন দাস ও হাসান মাহমুদ নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন না, একদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। শেষ পর্যন্ত তা সত্যি হলো। এ দুজনকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন। লিটনের বাদ পড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বাজে ফর্মের কথা। তাছাড়া লিটনের পাওয়ার প্লের অ্যাডভান্টেজ নিতে না পারা ও একইভাবে আউট হওয়ার কথা বলেছেন লিপু।বাদ পড়েছেন শরিফুল ইসলামও।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।