চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন আটক হয়েছেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
সোমবার দুপুরে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে তাকে আটক করে শিক্ষার্থীরা। তারপর প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
জানা যায়, সাজ্জাদ হোসেন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি নানা ভাবে শিক্ষার্থীদের হুমকি দিতেন। ৩ আগষ্ট চট্টগ্রামের নিউমার্কেটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সাথে সে জড়িত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হৃদয় তরুয়ার হত্যাকান্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, যে শিক্ষার্থীকে আটক করা করা হয়েছে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের অভিযোগ রয়েছে। আজ সে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীরা তাকে ধরে নিয়ে আসে। তারপর প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে হাটহাজারী থানায় রয়েছে।
হাটহাজারী থানার ওসি( ভারপ্রাপ্ত) কাউসার আহমেদ বলেন, আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল আমরা তাকে আদালতে চালান করে দিবো।