নিজস্ব প্রতিবেদক: কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি, পুনঃতদন্তসহ তিন দফা দাবি পূরণে সরকারকে দুই ঘণ্টা সময় দিয়ে শাহবাগ মোড় ছেড়ে কেন্দ্রীয় শহিদ মিনারে ফিরে গেছেন তাদের স্বজনেরা।
বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর বিকালে শাহবাগের অবস্থান ছেড়ে শহিদ মিনারের দিকে যাত্রা করেন। এরপর শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়।
তাদের দাবিগুলো হলো- পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যয়বিচার।
চাকরিচ্যুত বিডিআর সদস্য মাহফুজ বলেন, জনদুর্ভোগ বিবেচনায় আমরা দুই ঘণ্টার জন্য শহিদ মিনারে ফিরে যাচ্ছি। দাবি আদায়ের কোনো আশ্বাস বা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না হলে আমরা দুই ঘণ্টা পর ফের শাহবাগ অবরোধ করব।
কারাবন্দি বিডিআর সদস্য মোল্লা সাঈদ হাসানের বাবা মোল্লা নাবিউল্লাহ বলেন, ৮২৪ জন কারাবন্দি আছেন। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। চাকরিচ্যুত হয়েছেন সাড়ে ১৮ হাজার। আমরা বন্দিদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন দাবি করছি।