নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মো. শাহজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কল্লল বণীক। এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মোজা, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা শাখার সভাপতি আলতাফ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম প্রমূখ।
এসময় বক্তরা ক্ষেতমজুরদের দাবি-দাওয়া তুলে ধরে বলে, বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্ধগতি এতে সাধারণ জনগণসহ খেটে খাওয়া মানুষ নিম্ন আয়ের মানুষ আর চলতে পারছে না। আমরা ক্ষেতমজুর সমিতি দীর্ঘদিন যাবৎ খেটে খাওয়া মানুষদের রেশনিং ব্যবস্থার কথা বলে আসতেছি। কিন্তু কোন সরকার এই বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি। বর্তমান এই উপদেষ্টা সরকার ১৫ পারসেন্ট ভ্যাট বাড়িয়েছে। এতে মরার উপরে খাঁড়ার ঘা হয়ে উঠেছে। আমরা ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর এই অন্তবর্তীকালীন সরকারের উপরে আস্থা রেখে বলতে চাই আপনারা দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করবেন। কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারকে মনযোগ দিতে হবে। দ্রব্যমূল্য বাড়ায় মূলত সিন্ডিকেট সরকারকে এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সোহেল রানাকে সভাপতি এবং রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।