ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসাবেক এমপি পোটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক এমপি পোটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক : নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামিম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবদেন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ।

সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুত করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি, ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় নেতা রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিভিন্ন মামলায় জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টাসহ ১১ জনকে আজ আদালতে তোলা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular