নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুররি শিল্পপ্রতিষ্ঠান ইকু গ্রুপের শাড়ি ও লুঙ্গি পেলেন পাঁচ হাজার অসহায় নারী-পুরুষ ও গরিব মানুষ। শনিবার দুপুরের দিকে উপজেলার বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী এলাকাবাসীর হাতে তুলে দেন। তিনি বলেন, ঈদের উপহার কাপড় বিতরণের এ রেওয়াজ তাঁর বাবা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কুতুবুল আলমের হাত ধরে চলে এসেছে। তিনি এলাকাবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান। তাই এ শাড়ি ও লুঙ্গি বিতরণ ব্যবস্থা।
ঈদ উপহার পেয়ে উপস্থিত নারী পুরুষ হাত তুলে সিদ্দিকুল আলমকে দোয়া করেন।লুঙ্গি পেয়ে ১০৪ বছরের ওসমান গণি বলেন, পরিবারটি সব সময় গরিবদের প্রতি খেয়াল রাখেন। ঈদের সময় এ ধরণের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই বৃদ্ধের মতো হাজারো নারী-পুরুষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ও আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আল ইকু, সমাজসেবী আলতাফ হোসেন, ভূট্টু প্রমুখ।